লায়ন অফ ডেজার্ট, ওমর আল মুখতার

                  




লিবিয়ার জাওয়াইত জানজুরে ১৮৫৮ সালের ২০ আগস্ট জন্মেছিলেন ওমর আল মুখতার। ওমর মুখতারআপনার শাস্তি প্রকাশ্যে ঝুলিয়ে মৃত্যু’—জল্লাদগোষ্ঠীর  কথার উত্তরে তিনি জানানআমরা সৃষ্টিকর্তার কাছ থেকে এসেছিতার কাছেই ফিরে যাব। এই ছিল ওমর মুখতারের উচ্চারিত শব্দযখন তিনি জানলেন মৃত্যু নিশ্চিত। কিন্তু কে ছিলেন ওমর মুখতারতিনি ছিলেন ইসলামী স্কলার  বিপ্লবী। প্রায় ২০ বছর চাইরেনাইচাযাকে এখন আমরা পূর্ব লিবিয়া বলে জানিসেখানে ইতালিয়ান আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন। সাধারণ্যে মরুভূমির সিংহ নামে খ্যাত ওমর প্রথম জীবনে ইসলামকে তন্নিষ্ঠভাবে অধ্যয়ন করেন এবং তারুণ্যেই বিশেষজ্ঞ হয়ে ওঠেন। তিনি আল কোরআনের শিক্ষক হিসেবে নিয়োজিত করেছিলেন নিজেকে১৯১১ সালে ৫৩ বছর বয়সে স্বদেশে ইতালিয়ান আগ্রাসনের বিরুদ্ধে প্রস্তুত করলেন নিজেকে প্রতিরোধ যোদ্ধা হিসেবে। শিক্ষকজীবনের নিশ্চিতি ঘুরে গেল প্রতিরোধ যোদ্ধার অনিশ্চিতিতে। ওমর তার অল্প কয়েকজন অনুসারী নিয়ে অসম যুদ্ধে লিপ্ত হলেন। তারা কৌশলী তত্পরতায় টহলচৌকি তছনছ করে দেন। সেনাদের অতর্কিত হামলায় ফেলেন আর প্রয়োজনীয় পণ্য সরবরাহ ব্যবস্থা ছিন্ন করে দেন। তার অর্ধেক বয়সী ইতালিয়ান রয়াল আর্মি হতবাক হয়ে যায়। ২০ বছর সশস্ত্র যুদ্ধের পর ৭৩ বছর বয়সে এক যুদ্ধে আহত অবস্থায় ধরা পড়েন। তাকে লুব্ধ করার প্রভূত আয়োজন বিদ্যমান ছিলকিন্তু তিনি সব ক্ষেত্রেই বলেছিলেনআমরা কখনই আত্মসমর্পণ করব না। হয় জিতব নয় মরব।


সার্ভার-১




বাংলা ডাবিং মুভি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

Post a Comment

নবীনতর পূর্বতন